ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সকালে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, রাতে মিলল যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ১৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২২:৫৭, ১৪ সেপ্টেম্বর ২০২৫
সকালে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, রাতে মিলল যুবকের লাশ

খুলনায় স্টার নামের একটি আবাসিক হোটেল থেকে তৌহিদুর রহমান তুহিন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

তৌহিদুর রহমান তুহিন শহরের লবণচরা থানাধীন মতিয়াখালী পঞ্চম গলির এস এম এ খালেকের ছেলে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘‘রবিবার সকাল ১০টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে তুহিন ও সুমী নামের এক নারী হোটেলের ৪০১ নম্বর কক্ষ ওঠেন। কিছুক্ষণ অবস্থান করার পরে সুমী বাইরে চলে যান। বিকেল ৫টার দিকে আরেক নারী তুহিনের স্ত্রী দাবি করে হোটেলে আসেন। পরে হোটেল কর্তৃপক্ষ এবং ওই নারী তুহিহের কক্ষের দরজায় কড়া নাড়েন। তবে, ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। বিষয়টি খুলনা সদর থানার পুলিশকে অবগত করা হয়। রাত সোয়া ৮টার দিকে পুলিশের উপস্থিতিতে হোটেলের স্টাফরা দরজার ছিটকানি ভাঙেন। ভেতরে ঢুকে দেখা যায়, তুহিনের নিথর দেহ ফ্লোরে পড়ে রয়েছে এবং মুখ দিয়ে ফেনা বের হচ্ছে।’’

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার পর থেকে সুমী নামের ওই নারী লাপাত্তা। তার সন্ধানে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’’

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়