ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফে সাড়ে ৩ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ২

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ১৫ সেপ্টেম্বর ২০২৫  
টেকনাফে সাড়ে ৩ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ২

কক্সবাজারের টেকনাফে নাফ নদী ও ফিশারী ঘাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় গ্রেপ্তার করা হয় দুই মাদক কারবারিকে। 

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমে টেকনাফ ফিশারী ঘাট এলাকায় একটি ফিশিং ট্রলারে অভিযান চালানো হয়। এসময় ট্রলারের নিচ থেকে ১২টি প্যাকেটে মোড়ানো ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ হয়। গ্রেপ্তার হন ট্রলারে থাকা দুই মাদক কারবারি।

গ্রেপ্তারকৃতরা হলেন- টেকনাফের মৃত সৈয়দ আমিনের ছেলে মো. সাদেক (১৯) এবং জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প-২৭ ব্লক-এ এর মৃত কবির আহমদের ছেলে আনাছ (৪০)।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, ট্রলারের মালিকের নির্দেশে মিয়ানমারের জিঞ্জিরা এলাকা থেকে ইয়াবা এনে লবণঘাটে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তাদের। এর বিনিময়ে প্রত্যেককে ২০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। 

একই রাতে জালিয়ার দ্বীপ ও শোয়ার দ্বীপ সংলগ্ন এলাকায় মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে ইয়াবা পাচারের চেষ্টা করেন তিনজন। বিজিবির ধাওয়ায় তারা ইয়াবার বস্তা নদীতে ভাসিয়ে পালিয়ে মিয়ানমারে ফিরে যায়। পরে বিজিবি উদ্ধার করা ওই বস্তা থেকে ২ লাখ ৪০ হাজার ইয়াবা জব্দ করে।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা হয়েছে।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়