ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় সাবেক পুলিশ কমিশনারের ছেলের লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫  
কুমিল্লায় সাবেক পুলিশ কমিশনারের ছেলের লাশ উদ্ধার

ফাইল ফটো

কুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার পালপাড়া রেলক্রসিং এলাকা থেকে উদ্ধার হয়েছে জামশেদ ভূইয়া (৩৫) নামে এক যুবকের লাশ। নিখোঁজের একদিন পর রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে রেলক্রসিং থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার হয়।

মারা যাওয়া জামশেদ নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী ভূঁইয়া বাড়ির বাসিন্দা এবং পুলিশের সাবেক কমিশনার মরহুম আব্দুল কুদ্দুস ভূঁইয়ার ছেলে।

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকেই জামশেদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতভর আত্মীয়-স্বজন খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন তার সন্ধান পেতে। গতকাল রবিবার তার মরদেহ উদ্ধারের খবর জানাজানি হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, নিহতের বড় ভাই থানায় অভিযোগ দিয়েছেন। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। হত্যাসহ সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।”

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়