ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেন্দুয়ায় নারী পাচারকারী সন্দেহে চীনা নাগরিকসহ আটক ২

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ১৫ সেপ্টেম্বর ২০২৫  
কেন্দুয়ায় নারী পাচারকারী সন্দেহে চীনা নাগরিকসহ আটক ২

আটক লি উই হাও এবং মো. ফরিদুল ইসলাম (ডানে)

নারী পাচারকারী সন্দেহে নেত্রকোণার কেন্দুয়া থেকে চীনা নাগরিকসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পৌর শহরের কমলপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

আটকরা হলেন-চীনের নাগরিক লি উই হাও (৩০) এবং কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়ার মৃত আব্দুল হানিফ মিয়ার ছেলে মো. ফরিদুল ইসলাম (৩২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, লি উই হাও স্থানীয় এক নারীকে বিয়ে করে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। এ কাজে তাকে সহযোগিতা করছিলেন ফরিদুল। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা আজ ভোরে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ওসি মিজানুর রহমান জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আন্তর্জাতিক নারী পাচার চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার পর তাদের গ্রেপ্তার দেখানো হবে।

ঢাকা/ইবাদ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়