গোপালগঞ্জে তুচ্ছ কারণে লাঠির আঘাতে ভাই নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিহত আনন্দ ঘোষ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বসতঘরের ছাদের পানি পাশের বাড়িতে পড়া নিয়ে বিরোধে ভাই ও ভাতিজাদের লাঠির আঘাতে আনন্দ ঘোষ (৪৫) নিহত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টম্বর) রাতে উপজেলার উনশিয়া গ্রামের ঘোষ বাড়িতে তাকে হত্যা করা হয়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হত্যার তথ্য জানিয়েছেন। নিহত আনন্দ ঘোষ উনশিয়া গ্রামের সুধীর ঘোষের ছেলে।
ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, উনশিয়া গ্রামের ব্যবসায়ী আনন্দ ঘোষের সঙ্গে বাড়ির ছাদের পানি পড়া নিয়ে তার আপন ভাই গৌরাঙ্গ ঘোষ, কালা ঘোষ ও যুগল ঘোষের মধ্যে বিবাদ চলছিল।
তিনি আরো জানান, রবিবার বৃষ্টি হওয়ায় আনন্দ ঘোষের সঙ্গে তিন ভাইয়ের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে গৌরাঙ্গ ঘোষ, কালা ঘোষ, যুগল ঘোষ, নয়ন ঘোষ ও সৌরভ ঘোষ লাঠি দিয়ে পিঠিয়ে আনন্দ ঘোষকে আহত করেন। পরিবারের লোকজন ও এলাকাবাসী আনন্দ ঘোষকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আনন্দ ঘোষের স্ত্রী মিতা ঘোষ বলেন, ‘‘দিনে বৃষ্টি হয়েছে। ছাদ থেকে এই পানি পড়ায় রাতে আমার দেবর ও ভাসুররা বাড়িতে এসে আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছেন।’’
প্রতিবেশী বাচ্চু হাওলাদার বলেন, ‘‘এই ছাদের পানি পড়া নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিশ হয়েছে। সালিশের কোনো সিন্ধান্ত তারা মানে না।’’
এ বিষয়ে জানার জন্য অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
ঢাকা/বাদল/বকুল