ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেতুর পাশে ভাঙন, দুর্ঘটনার ঝুঁকি

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ১৬ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১২:১১, ১৬ সেপ্টেম্বর ২০২৫
সেতুর পাশে ভাঙন, দুর্ঘটনার ঝুঁকি

চিংড়ী খালের ওপর নির্মিত সেতুর পাশে ভাঙন দেখা দিয়েছে।

গাজীপুরের শ্রীপুরে বদনীভাংগা–গাজীপুর আঞ্চলিক সড়কের চিংড়ী খালের ওপর নির্মিত সেতুর পাশে ভাঙন দেখা দিয়েছে। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ পথচারী ও যানবাহন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

সরেজমিনে দেখা যায়, সেতুর উত্তর–পূর্ব অংশে টানা বৃষ্টিতে সড়কের মাটি সরে গিয়ে খালে পড়ে গেছে। এতে এক পাশে সৃষ্টি হয়েছে গভীর গর্ত। দীর্ঘদিন ধরেই এ ভাঙন চললেও সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় ঝুঁকি বেড়েই চলেছে।

স্থানীয় অটোরিকশা চালক আকরাম হোসেন বলেন, “প্রায় দুই বছর আগে স্থানীয় মেম্বার বাঁশ পুঁতে মাটি আটকিয়ে রেখেছিলেন। কিন্তু এবার বর্ষায় সেতুর একাংশ ভেঙে খালে পড়ে গেছে।”

এ অবস্থায় দ্রুত সংস্কার ও সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, “মাওনা ও গাজীপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় বদনীভাংগা–গাজীপুর আঞ্চলিক সড়কের চিংড়ী খালের ওপর নির্মিত সেতুর উত্তর–পূর্ব অংশ ভেঙে খালে পড়েছে। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”

ঢাকা/রফিক/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়