ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে শনিবার পর্যন্ত অবরোধ স্থগিত

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ১৬ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৫:৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৫
ফরিদপুরে শনিবার পর্যন্ত অবরোধ স্থগিত

ফরিদপুরে আন্দোলনকারীদের একাংশ

ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত স্থগিত করা হয়েছে। 

জেলা প্রশাসকের আশ্বাসের পর এবং দুর্গাপূজা উপলক্ষে মানুষের ভোগান্তি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের নেতা পলাশ মিয়া বলেন, “যদি আগামী রবিবারের মধ্যে তাদের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হয়, তাহলে তারা আবারো লাগাতার আন্দোলনে নামবেন। তাতে আইনশৃঙ্খলা বাহিনী যদি কাউকে হয়রানি করে, তাহলে তাৎক্ষণিকভাবে নতুন কর্মসূচি দেওয়া হবে।”

সোমবারের (১৫ সেপ্টেম্বর) সহিংসতার পর আজ সকাল থেকেই ভাঙ্গায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। সকাল থেকে কয়েকটি পয়েন্টে আন্দোলনকারীরা অবস্থান নিলেও মহাসড়ক অবরোধ করেননি। ফলে ঢাকা-খুলনা এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। 

যেকোনো ধরনের নাশকতা এড়াতে বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তিনটি ম্যাজিস্ট্রেট টিম সড়কে কাজ করছে। 

জেলা প্রশাসক জানিয়েছেন, কেউ অবরোধের চেষ্টা করলে সর্বোচ্চ শক্তি দিয়ে তা প্রতিহত করা হবে।

এদিকে, গতকালের সহিংসতার প্রতিবাদে সর্বদলীয় ঐক্য কমিটি একটি বিক্ষোভ মিছিল করে। তারা অভিযোগ করে যে একটি মহল ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করছে। তারা সোমবারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা বলেন, “বিএনপি, এনসিপি, গণঅধিকার পরিষদ এবং ইসলামী খেলাফত মজলিসের নেতাকর্মীরা একত্রিত হয়েছেন। গতকাল ভাঙ্গায় অপ্রীতিকর ঘটনায় নাশকতাকারীরা জড়িত ছিল এবং সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ইন্ধনে থানা, উপজেলা পরিষদ, নির্বাচন কমিশনের অফিস এবং মসজিদে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে।” 

তিনি আরো বলেন, “যেহেতু ২১ তারিখে আদালতের রায় রয়েছে, তাই তারা আদালতের প্রতি সম্মান জানিয়ে ২১ তারিখ পর্যন্ত কোনো অবরোধ কর্মসূচি করবেন না। কেউ নাশকতা করার চেষ্টা করলে তাকে রুখে দিতেও আমরা প্রস্তুত।”

ঢাকা/তামিম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়