১৩ ঘণ্টা পর রংপুরের রেল যোগাযোগ স্বাভাবিক
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পদ্মরাগ ট্রেনটির ৫টি বগি লাইনচ্যুত হয়
রংপুরের পীরগাছা স্টেশন এলাকায় লাইনচ্যুত যাত্রীবাহী পদ্মরাগ ট্রেনের পাঁচটি বগি ১৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এতে সান্তাহার-লালমনিরহাট রুটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
দুটি রিলিফ ট্রেনের সহায়তায় লাইনচ্যুত বগি উদ্ধারের পর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার পর ট্রেন চলাচল শুরু হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ট্রেন চলাচল স্বাভাবিকের বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ইউসুফ আলী।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সান্তাহার থেকে লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে আসা ট্রেন ‘পদ্মরাগ’ দুপুর ১টার দিকে রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এসময় পঞ্চগড় থেকে সান্তাহারগামী ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ একই স্টেশনে আসায় ‘পদ্মরাগ’ ট্রেনটি দুই নম্বর লাইনে অবস্থান করে।
দোলনচাঁপা পীরগাছা ছেড়ে গেলে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা শুরু করে ‘পদ্মরাগ’ ট্রেনটি। এসময় এক নম্বর লাইনে থেকে দুই নম্বর লাইনে ক্রসিংয়ের সময় হঠাৎ ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও লাইন ও সিগন্যালের ক্ষতি হয়েছে।
এদিকে বেলা সাড়ে ৪টার দিকে লালমনিরহাট থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এলেও বগির ভার বহন করতে না পারায় সেটিকে কাজে লাগানো যায়নি। তবে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দুর্ঘটনা কবলিত বগিগুলোর সামনের একটি বগি উদ্ধার করে কাউনিয়া রেলওয়ে জংশনে নিয়ে যায় রিলিফ ট্রেনটি।
সন্ধ্যা সোয়া ৬টায় লাইনচ্যুত বগিগুলোকে উদ্ধার করতে পার্বতীপুর থেকে আরেকটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে আসে। ক্রেন কাজে লাগানো না যাওয়ায় সনাতন পদ্ধতিতে শুরু হয় উদ্ধার কাজ। রাত ১টার দিকে লাইনচ্যুত সবকটি বগি উদ্ধার সম্ভব হয়। তবে মূল লাইনের স্লিপারে সমস্যা ধরা পড়ায় ট্রেন চলাচলে আরও এক ঘণ্টা বেশি সময় লাগে।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম বলেন, “দুর্ঘটনা কবলিত ট্রেনের বগিগুলো রাত ৯টার মধ্যে উদ্ধারের টার্গেট নিয়ে কাজ শুরু করি। কিন্তু বৃষ্টি আর অতিরিক্ত উৎসুক মানুষের ভিড়ের কারণে তা বিলম্বিত হয়। রাত প্রায় ১টার দিকে লাইনচ্যুত বগিগুলোকে উদ্ধার করা যায়। তবে পরীক্ষায় মূল লাইনের দুটি স্লিপারে সমস্যা দেখা দেওয়ায় ট্রেন চলাচলে আর কিছুটা বেশি সময় লেগে যায়। পরে রাত ১টা ৪০ মিনিটে রেললাইনটি পুরোপুরি ঠিক হলে ২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আপাতত আর কোনো সমস্যা নাই।”
ঢাকা/আমিরুল/এস