ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিক্ষার্থীদের অবরোধে আটকা পড়েছে দ্রুতযান এক্সপ্রেস

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ১৭ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৩:৫৪, ১৭ সেপ্টেম্বর ২০২৫
শিক্ষার্থীদের অবরোধে আটকা পড়েছে দ্রুতযান এক্সপ্রেস

বুধবার সকালে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড রেলক্রসিং এলাকায় অবস্থান নেন

দিনাজপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিভিন্ন সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রেলপথ অবরোধ করায় দিনাজপুর রেল স্টেশনে আটকা পড়েছে পঞ্চগড়-ঢাকা রুটের আন্তঃনগর ট্রেন ‘দ্রুতযান এক্সপ্রেস’। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড রেলক্রসিং এলাকায় অবস্থান নেন। পরে বিভিন্ন বেসরকারি কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও যোগ দেন তাদের সঙ্গে।

অবরোধের কারণে পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর রেল স্টেশনে আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

দিনাজপুর রেল স্টেশনের সুপার মো. জিয়াউল হক জিয়া জানিয়েছেন, সকাল ৯টা ৫০ মিনিট থেকে আটকে আছে দ্রুতযান এক্সপ্রেস।

দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি দিনাজপুর রেল স্টেশনেই অবস্থান করছিল।

ঢাকা/মোসলেম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়