ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে ৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ১৭ সেপ্টেম্বর ২০২৫  
টাঙ্গাইলে ৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ 

সড়ক অবরোধ করে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ

বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিত ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়কের রাবনা এলাকায় অবরোধ করে শিক্ষার্থীরা। এতে বিভিন্ন ডিপ্লোমা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেয়। পরে বক্তব্য রাখেন, শিক্ষার্থী আশা আক্তার, মোছা. শিফা, রুবেল মিয়া প্রমুখ।

আন্দোলনকারীরা জানান, বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিতভাবে ৩ দফা দাবি তুলে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাদের এ কর্মসূচি বন্ধ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একই সাথে কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি দ্রুতই বাস্তবায়নের দাবি করছি। 

এর আগে ডিপ্লোমা শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাবনা বাইপাসে গিয়ে সমবেত হয়। আন্দোলনের ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত আট কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

ঢাকা/কাওছার/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়