ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে ট্রাক বোঝাই ৬৭০ বস্তা ইউরিয়া সার জব্দ

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৬:৩৭, ১৯ সেপ্টেম্বর ২০২৫
নোয়াখালীতে ট্রাক বোঝাই ৬৭০ বস্তা ইউরিয়া সার জব্দ

মেঘনা নদী দিয়ে পাচারের উদ্দেশ্যে ট্রলার বোঝাই করার জন্য নিয়ে যাওয়ার সময় দুটি ট্রাকে ভর্তি ৬৭০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।

নোয়াখালীর হাতিয়া ও পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সীমান্তবর্তী এলাকার মেঘনা নদীপথ দিয়ে পাচারেরর উদ্দেশ্যে ট্রলারে বোঝাই করার জন্য নিয়ে যাওয়ার সময় ট্রাকভর্তি ৬৭০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে হাতিয়া, সুবর্ণচর ও রামগতি উপজেলা প্রশাসন সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে সারগুলো জব্দ করে।

আরো পড়ুন:

এ সময় রামগতি ও হাতিয়া উপজেলার সংযোগস্থল তেগাছিয়া বাজার এলাকা থেকে ৩৭০ বস্তা এবং হাতিয়া উপজেলার টাংকির ঘাট এলাকা থেকে ৩০০ বস্তা  ইউরিয়া সার এবং  দুটি ট্রাক জব্দ করা হয়।  

অভিযানে নেতৃত্ব দেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আফসার সায়মা। এ সময় হাতিয়া, রামগতি ও সুবর্ণচর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মকর্তারা, সেনাবাহিনী ও হাতিয়া থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

সুবর্ণচর উপজেলার কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ জানান, দুই জেলার সীমান্তবর্তী মেঘনা নদী দিয়ে জলদস্যু বাহিনী সার পাচার করে মিয়ানমারের দিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে— এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিষয়টি টের হয়ে পাচারকারী চক্র সারগুলো রেখে পালিয়ে যায়। 

তিনি আরো জানান, রাত দেড়টার দিকে অভিযান সমাপ্ত করে জব্দ করা সারগুলোর মধ্যে ৩৭০ বস্তা সার সুবর্ণচর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং ৩০০ বস্তা সার হাতিয়া উপজেলার হরনি ইউনিয়ন পরিষদের গুদামে সংরক্ষণ করা হয়। 

জব্দ করা ট্রাক দুটি সুবর্ণচরেরর চরজব্বর থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ। 

ঢাকা/সুজন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়