ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেত্রকোণায় ইউপি চেয়ারম্যানকে ধরে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ১৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:২৫, ১৯ সেপ্টেম্বর ২০২৫
নেত্রকোণায় ইউপি চেয়ারম্যানকে ধরে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা

কামরুল হাসান সেলিম। ফাইল ফটো

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসান সেলিমকে (৬৬) পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় লোকজন ও বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতির (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নলজুরী এলাকায় চেয়ারম্যান সেলিমকে অবরুদ্ধ করা হয়। পরে তাকে পুলিশে দেওয়া হয়।

আরো পড়ুন:

কামরুল হাসান সেলিম নেত্রকোণা-৪ আসনের সাবেক এমপি সাজ্জাদুল হাসানের চাচাতো ভাই ও উপজেলার সুয়াইর ইউনিয়নের ছয়াশী গ্রামের বাসিন্দা। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি ইউপি কার্যালয়ে যেতেন না।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর কামরুল হাসান সেলিম এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপনে থাকতেন। এতে পরিষদের কাজে স্থানীয় লোকজন ভোগান্তিতে পড়ছিলেন। বৃহস্পতিবার দুপুরে মোহনগঞ্জ থেকে সুয়াইর ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে নলজুরী এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

সুয়াইর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া বলেন, ‘‘৫ আগস্টের পর থেকে চেয়ারম্যান সেলিম পরিষদে আসতেন না। এতে জনগণের ভোগান্তি হচ্ছিল। বৃহস্পতিবার তিনি স্থানীয় কিছু লোকজন নিয়ে ঝামেলা তৈরির উদ্দেশে পরিষদে যাচ্ছিলেন। পথে নলজুরী এলাকায় স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীরা তাকে আটকায়। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।’’

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘‘কামরুল হাসান সেলিম উপজেলা আওয়ামী লীগের সদস্য। আগের এক নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।’’

ঢাকা/ইবাদ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়