ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:২৫, ১৯ সেপ্টেম্বর ২০২৫
টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার গহিন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘‘পাচারকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’’ 

এ ঘটনায় টেকনাফ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 

কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া ৬৬ জনের মধ্যে ৪৪ জনই নারী-শিশু এবং বেশির ভাগই রোহিঙ্গা নাগরিক। সংঘবদ্ধ দালালচক্র উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে কিংবা অপহরণ করে তাদের পাহাড়ি আস্তানায় নিয়ে যায়। অপহৃতদের জিম্মি করে মুক্তিপণ আদায়েরও চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালালে পাচারকারীরা পালিয়ে যায়। তবে জিম্মিদের উদ্ধার করা সম্ভব হয়।

চলতি বছরে টেকনাফে ৬২ জন মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৭৭ জন ভুক্তভোগীকে উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।  

ঢাকা/তারেকুর/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়