ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে ২৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০২৫  
হবিগঞ্জে ২৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চোরাইপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ সময় আবু হানিফ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে উপজেলার ওলিপুর চেকপোস্ট এলাকায় অভিযান চালানো হয়।

আরো পড়ুন:

অভিযানে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ব্যথানাশক ২ হাজার ৬০০ পিস ট্যাবলেট, সিগারেট, চকলেট, নকল ডং ডং চিপস, ৩০টি শাড়িসহ প্রায় ২৭ লাখ ৭৪ হাজার ৬৪০ টাকার ভারতীয় পণ্যসহ কাভার্ডভ্যান জব্দ করা হয়।

ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘‘মহাসড়কে নজরদারি বাড়ানো হয়েছে। ভবিষ্যতে যাতে কোনো চোরাকারবারি এই মহাসড়ক ব্যবহার করে চোরাইপথে আনা পণ্য নিতে না পারে, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘‘চোরাই ভারতীয় পণ্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। জব্দকৃত পণ্য ও কাভার্ডভ্যান থানায় রাখা হয়েছে। গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়