ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ১৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৮:০২, ১৯ সেপ্টেম্বর ২০২৫
ময়মনসিংহে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবিতে ময়মনসিংহ শহরে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবিতে ময়মনসিংহ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার পর নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে রেলওয়ে স্টেশন সংলগ্ন কৃষ্ণচূড়া চত্বরে এসে জড়ো হয় জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। পরে ঘণ্টাব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল করে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহলে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন:

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগর শাখার আমীর কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়াও দলের নেতারা বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, ‘‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। দেশে নতুন করে আর কোনো স্বৈরাচার তৈরি হতে দেওয়া হবে না। পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার পাঁয়তারা। যা এ দেশের মানুষ আর মেনে নেবে না।’’ 

পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন দলের নেতারা। 

ঢাকা/মিলন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়