ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছাগলে গাছ খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৩

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ১৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৮:৪৩, ১৯ সেপ্টেম্বর ২০২৫
ছাগলে গাছ খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৩

পটুয়াখালীর বাউফলে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনুস চৌকিদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

আহতরা হলেন- খোরশেদ খান (৫৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৪৫) ও ছেলে রায়হান খান (২২)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সকালে মোর্শেদা বেগমের ছাগল প্রতিবেশী মর্জিনা বেগমের কাঁঠাল গাছ খেয়ে ফেলে। এ ঘটনায় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে দুপুরে মর্জিনা বেগম, তার স্বামী সবুজ হাওলাদার ও ছেলে সজীব হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তাদের কুপিয়ে গুরুতর জখম করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে মর্জিনা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘তারা নিজেরা নিজেদের আঘাত করে আহত হয়েছে। তাদের ছাগল আমাদের নতুন লাগানো সব গাছ খেয়ে ফেলেছে। এ বিষয়ে জানতে চাইল উল্টো আমাদের গালাগালি ও হুমকি দিয়েছে।’’

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান বলেন, ‘‘এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/ইমরান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়