ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাপ্তাই জাতীয় উদ্যানে ৮ ফুট লম্বা অজগর অবমুক্ত

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ১৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৯:০৯, ১৯ সেপ্টেম্বর ২০২৫
কাপ্তাই জাতীয় উদ্যানে ৮ ফুট লম্বা অজগর অবমুক্ত

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যান এলাকার রামপাহাড়ের গহীন অরণ্যে অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যান এলাকার রামপাহাড়ের গহীন অরণ্যে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটি আট ফুট লম্বা এবং এর ওজন সাড়ে ছয় কেজি বলে জানান পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবু কাওসার বাপ্পী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এসিএফ আবু কাওসার বাপ্পী, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন, রামপাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার এবং বন বিভাগের কর্মীরা সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যের রামপাহাড় এলাকায় অবমুক্ত করেন। এ সময় বনবিভাগ এবং স্নেক রেসকিউ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে রাঙামাটি সদর উপজেলার একটি বাসা থেকে স্নেক রেসকিউ টিমের সদস্যরা অজগর সাপটি উদ্ধার করে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

অবমুক্তকালে এসিএফ আবু কাওসার বাপ্পী বলেন, ‘‘পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বন্যপ্রাণী অবমুক্ত, মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বন্যপ্রাণী ও বন রক্ষা করা অত্যন্ত জরুরি।’’ সকলকে তিনি বন্যপ্রাণী সংরক্ষণ ও সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।

ঢাকা/শংকর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়