ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পিআর পদ্ধতি চাইলে জনগণের কাছে যান: ডা. জাহিদ

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ২০ সেপ্টেম্বর ২০২৫  
পিআর পদ্ধতি চাইলে জনগণের কাছে যান: ডা. জাহিদ

মৌলভীবাজার শিল্পকলা একাডেমীতে পৌর বিএনপির সম্মেলনে বক্তব্য রাখেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ভোটগ্রহণ চাচ্ছেন, তাদের জনগণের রায়ের জন্য যাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘‘পিআর চান, খুব ভালো কথা। পিআরের কথা বলে জনগণের কাছে যান। জনগণকে বুঝান, জনগণ মেনে নিলে আলহামদুলিল্লাহ। জনগণ যে রায় দিবে, সবাই মেনে নেবে।’’

আরো পড়ুন:

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার শিল্পকলা একাডেমীতে পৌর বিএনপির সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘‘স্বৈরাচার যদি রুখতে হয়, রাজনৈতিক যে মানসিকতা, রাজনৈতিক যে কালচার; সেটার মধ্যে পরিবর্তন আনতে হবে।’’

রাষ্ট্র সংস্কারের জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার পাশাপাশি পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ইসলামি কয়েকটি দল মাঠে আন্দোলন শুরু করেছে।

তাদের আন্দোলনের বিষয়ে ইঙ্গিত করে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন,  ‘‘আজকে অনেকে বলছেন পিআর ছাড়া নাকি নির্বাচন হবে না এবং পিআর ছাড়া নাকি শাসক স্বৈরাচার হয়ে যাবে। আমার জানতে ইচ্ছে করে, দেশের সংবিধানে কোথাও কি স্বৈরাচার হওয়ার কথা লেখা ছিল? সংবিধানের তো দোষ নেই। দোষ হচ্ছে, যারা রাতের ভোট দিনে করেছেন; যারা বিনা ভোটের নির্বাচন করেছেন।’

মৌলভীবাজার পৌর বিএনিপর আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ- সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন। 

সম্মেলনে জেলা ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
 

ঢাকা/আজিজ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়