ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্সে ডাকাতি, চিকিৎসার টাকা লুট

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ২০ সেপ্টেম্বর ২০২৫  
কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্সে ডাকাতি, চিকিৎসার টাকা লুট

কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতেরা অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীর স্বজনদের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার কৈপাল গ্রামের লিটন আলী হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন চিকিৎসক।

আরো পড়ুন:

স্বজনেরা লিটনকে অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উদ্দেশে রওনা দেন। পথে ডাকাতেরা পিপুলবাড়িয়া মাঠ এলাকায় যাত্রী ছাউনির সামনে রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে। এরপর পাঁচ-ছয়জনের ডাকাতদল দেশীয় অস্ত্র হাতে অ্যাম্বুলেন্স চালক ও যাত্রীদের জিম্মি করে।

অ্যাম্বুলেন্সের চালক রতন আহমেদ বলেন, ‘‘রাতে রোগীকে কুষ্টিয়া নিয়ে যাচ্ছিলাম। গাড়িতে রোগী ও তার স্বজনসহ মোট ৪ জন ছিলেন। পিপুলবাড়িয়া মাঠ এলাকায় ডাকাতেরা গাড়ি আটকে রোগীর স্বজনদের কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।’’

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, ‘‘ডায়াবেটিস ও হৃদরোগ জনিত সমস্যায় লিটন নামে এক রোগী ভর্তি হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছিল। পথে এমন ডাকাতির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।’

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘‘ডাকাতির বিষয়ে শুনেছি। তদন্ত চলছে। তবে, কেউ এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়