ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রামে হয়ে গেল কলাগাছের ভেলার বাইচ প্রতিযোগিতা

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ২২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১২:৪১, ২২ সেপ্টেম্বর ২০২৫
কুড়িগ্রামে হয়ে গেল কলাগাছের ভেলার বাইচ প্রতিযোগিতা

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে রবিবার বিকেলে কলাগাছের ভেলা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়

কুড়িগ্রাম সদর উপজেলায় হয়ে গেলো পাঁচ দিনব্যাপী নৌকা বাইচের আদলে কলাগাছের ভেলার বাইচ প্রতিযোগিতা। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় ছড়ায় প্রতিযোগিতার ফাইনাল খেলার আয়োজন করেন স্থানীয়রা। ব্যতিক্রম এ খেলা উপভোগ করেছেন বিভিন্ন বয়সী হাজারো মানুষ। 

গত ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া প্রতিযোগিতায় অংশ নেয় ভোগডাঙ্গাসহ পার্শ্ববর্তী ইউনিয়নের ১৮টি দল। একটি ভেলায় চার থেকে পাঁচজন প্রতিযোগী ছিলেন। রবিবার বিকেলে ফাইনাল খেলায় সুযোগ পায় গরীবের বন্ধু, দশের দোয়া, বটতলী এক্সপ্রেসসহ পাঁচটি দল। ফাইনালে দশের দোয়া দলকে হারিয়ে বিজয়ী হয় গরীবের বন্ধু ভেলা দল। 

আরো পড়ুন:

আয়োজকরা জানান, প্রতিযোগিতার বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে দুইটি খাসি তুলে দেওয়া হয়। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দলগুলোর হাতে যথাক্রমে একটি খাসি ও একটি রাজহাঁস তুলে দেওয়া হয়েছে।

প্রতিযোগিতা দেখতে আসা রবিন বলেন, “প্রায় হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে গ্রামীণ জনপদের হাডুডু, গরুর মই দৌঁড়সহ অনেক ঐতিহ্যবাহী খেলা। নৌকা বাইচের মতো কলাগাছের ভেলা প্রতিযোগিতা দেখতে পেয়ে খুব আনন্দিত আমি। এবারই প্রথম গলাগাছের ভেলা প্রতিযোগিতা দেখলাম।” 

ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাঈদুর রহমান বলেন, “হাজারো মানুষ আনন্দ আর উল্লাস করে কলাগাছের ভেলা প্রতিযোগিতা উপভোগ করেছেন। গ্রামাঞ্চলের মানুষের বিনোদনে এমন ব্যতিক্রমী খেলা আরো বেশি বেশি আয়োজন করা প্রয়োজন।”

ঢাকা/বাদশাহ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়