ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ২২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৪:১৭, ২২ সেপ্টেম্বর ২০২৫
চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে

বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহীতে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে এই রুটে ‌একতা পরিবহন ছাড়া সব বাস বন্ধ আছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

পরিবহন শ্রমিকদের সূত্র জানিয়েছে, রাজশাহী হয়ে ঢাকা রুটে চাঁপাইনবাবগঞ্জের বাস চলাচল করে। যে কারণে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির প্রভাব চাঁপাইনবাবগঞ্জের বাস চলাচলেও পড়েছে। 

আরো পড়ুন:

পরিবহন শ্রমিকরা জানান, একটি যাত্রীবাহী বাস রাজশাহী থেকে ঢাকা এবং ঢাকা থেকে রাজশাহী চলাচল করলে চালককে ১৩০০ টাকা, সুপার ভাইজারকে ৫৭০ টাকা এবং বাস চালকের সহকারীকে ৫২০ টাকা দেন মালিকরা। দীর্ঘদিন ধরে পরিবহন মালিকদের কাছে বেতন বৃদ্ধি দাবি করে প্রতিকার পাননি তারা। এ কারণে চালকের বেতন ২ হাজার টাকা এবং সুপার ভাইজার ও চালকের সহকারীর বেতন ৫০০ টাকা বৃদ্ধির দাবিতে আজ সকাল থেকে রাজশাহীর পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেন।

ঢাকায় যেতে বাস কাউন্টারে আসা বেসরকারি চাকরিজীবী আব্দুর রশিদ বলেন, “আমি ঢাকায় একটি কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করি। গত কয়েকদিন আগে বাড়িতে এসেছিলাম। এখন ছুটি শেষে ঢাকায় ফিরতে হচ্ছে। কিন্তু ঢাকা স্ট্যান্ডে এসে দেখি এখান থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এখন আমাকে কাটা গাড়িতে (গাড়ি পরিবর্তন করে) ঢাকায় যেতে হবে। এতে বাড়তি টাকাও খরচ হবে।”

একতা পরিবহনের টিকিট মাস্টার নাঈম বলেন, “সব বাস চলাচল বন্ধ থাকলেও দুপুর পর্যন্ত ১৩ টি একতা পরিবহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। আরো কয়েকটি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে।” 

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা কোচ সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, “বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহীর পরিবহন শ্রমিকরা সকালে থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। ফলে চাঁপাইনবাবগঞ্জ থেকে একতা পরিবহন বাদে ঢাকাগামী সব বাস বন্ধ রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ১৫০টি ঢাকাগমী বাস চলাচল করে।” 

ঢাকা/মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়