ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে বিরল সুন্ধি প্রজাতির কচ্ছপ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ২৩ সেপ্টেম্বর ২০২৫  
বাগেরহাটে বিরল সুন্ধি প্রজাতির কচ্ছপ উদ্ধার

উদ্ধারকৃত সুন্ধি প্রজাতির কচ্ছপ।

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিরল প্রজাতির একটি সুন্ধি প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে ইয়ুথ ক্লাব শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে কচ্ছপটি উদ্ধার করা হয়। এর আগে সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে স্কুলছাত্রী নওশীন আক্তার (১১) তার বাড়ির উঠানে কচ্ছপটি দেখতে পায়। শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্যদের খবর দিলে তারা কচ্ছপটি উদ্ধার করে উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করেন।

আরো পড়ুন:

নওশীন আক্তার বলেন, ‘‘কয়েক দিনের টানা ভারি বর্ষণে চারপাশ প্লাবিত হয়েছে। সম্ভবত ভেসে এসে কচ্ছপটি আমাদের উঠানে ঢুকে পড়ে।’’ 

শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সভাপতি নাজমুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা সুন্ধি কচ্ছপটি উদ্ধার করে অবমুক্ত করেছি। কচ্ছপটির ওজন প্রায় ৫০০ গ্রাম। এটি বিরল প্রজাতির। বাংলাদেশে এর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আবাসস্থল ধ্বংস, জলাশয় ভরাট ও নির্বিচার শিকারের কারণে এ প্রজাতি এখন হুমকির মুখে।’’ 

 তিনি আরো বলেন, ‘‘আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকা অনুযায়ী, সুন্ধি কচ্ছপ ‘নিয়ার থ্রেটেনড’ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। তাই এ প্রজাতিকে টিকিয়ে রাখতে স্থানীয় পর্যায়ে সকলের সচেতনতা প্রয়োজন।”

ঢাকা/শহিদুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়