ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অর্ধশতাধিক শিক্ষার্থীকে পেটানো ইমতির পদ স্থগিত করল বাগছাস

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ২৫ সেপ্টেম্বর ২০২৫  
অর্ধশতাধিক শিক্ষার্থীকে পেটানো ইমতির পদ স্থগিত করল বাগছাস

ইমতিয়াজ আহমেদ ইমতি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের আদর্শ ও স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) রংপুর মহানগর শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতির সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে একটি বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ আছে।

ইমতিয়াজ আহমেদ ইমতির পদ স্থগিতের বিষয়টি বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাগছাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মাহফুজুর রহমান। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

একই সঙ্গে ইমতিয়াজ আহমেদ ইমতির বিরুদ্ধে করা অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন— আবু তৌহিদ মো. সিয়াম (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), নাঈম আবেদীন (সিনিয়র সংগঠক) ও মোহাম্মদ আরশাদ হোসাইন (সদস্য)।

তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব জাহিদ আহসান বরাবর জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ইমতিয়াজ আহমেদ ইমতির পদ স্থগিত করার নোটিসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে তিনি বলেছেন, “আমার পদ স্থগিত হয়েছে। এর বাইরে কিছু বলতে পারব না।” 

একটি মহল ইমতিয়াজ আহমেদ ইমতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।

সম্প্রতি রংপুর মহানগরীর হারাটি উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে অর্ধশতাধিক শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ ওঠে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) রংপুর মহানগর শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতির বিরুদ্ধে। তিনি ওই বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি।

গত ৪ সেপ্টেম্বর এক শিক্ষার্থীর অভিভাবক এ বিষয়ে থানায় সাধারণ ডায়রি করেন। কিন্তু, ভুক্তভোগী শিক্ষার্থীরা বিচার না পাওয়ায় বিষয়টি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জানাজানি হয়।

ইমতিয়াজ আহমেদ ইমতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ছিলেন। ওই কমিটি বিলুপ্ত হবার পর গত ১৮ জুলাই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) রংপুর মহানগরের আহ্বায়ক মনোনীত হন। তিনি ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন।

ঢাকা/আমিরুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়