ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ২৫ সেপ্টেম্বর ২০২৫  
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত

নড়াইল শহরের ধোপাখোলা মোড়ে সড়ক দুর্ঘটনায় ইমন মোল্যা (২০) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ইমন মোল্যা উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়ার গ্রামের কৃষক উসমান মোল্যার ছেলে ও লাহুড়িয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলো সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলযোগে যশোর থেকে নিজ বাড়ি লাহুড়িয়া ডহপাড়ার দিকে আসছিলেন ইমন মোল্যা। নড়াইল শহরের ধোপাখোলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষ হয়। এতে ইমন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস এম কামরুল ইসলাম কামরান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/শরিফুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়