ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দূরপাল্লার বাস বন্ধে ভোগান্তিতে চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ২৬ সেপ্টেম্বর ২০২৫  
দূরপাল্লার বাস বন্ধে ভোগান্তিতে চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরা

বাস শ্রমিকদের নতুন দাবি নিয়ে সৃষ্ট বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকপক্ষ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে শুধু একতা ট্রান্সপোর্টের বাস চলাচল করছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ থাকায় গন্তব্যে যেতে  ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।  অনেক যাত্রীকে বাসস্ট্যান্ডে এসে বাড়িতে ফিরে যেতে দেখা গেছে।

আরো পড়ুন:

মালিকপক্ষের দাবি, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবি মেনে নেওয়ার পরও তারা অযৌক্তিক নতুন দাবি সামনে আনছেন। মালিকপক্ষের অভিযোগ, শ্রমিকরা দূরপাল্লার বাস যেখানে সেখানে থামিয়ে যাত্রী তোলা এবং খোরাকি ভাতা দাবি করছেন, যা মেনে নেওয়া সম্ভব নয়।

​ভোগান্তির শিকার বেসরকারি চাকরিজীবী আহনাফ রাশিদ বলেন, ছুটি শেষে আজ ঢাকায় রওনা হতে বাসস্ট্যান্ডে আসি। এখানে আসার পর জানতে পারি বাস চলাচল বন্ধ। এখন আমাকে কাটা গাড়িতে ঢাকায় যেতে হবে। বাড়তি টাকা খরচ হওয়ার পাশাপাশি ভোগান্তি পোহাতে হবে।”

চাঁপাইনবাবগঞ্জ ঢাকা কোচ সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, “মালিকরা তাদের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। সেজন্য যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।”

ঢাকা/মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়