ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবার মৃত্যুর শোক সইতে না পেরে…

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০২৫  
বাবার মৃত্যুর শোক সইতে না পেরে…

কুষ্টিয়ার কুমারখালীতে বাবার মৃত্যুর কয়েক ঘণ্টা পরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের উদয় নাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাবা-ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে বিজয় কুমার বিশ্বাসের (৩২) বাবা শম্ভু চরণ বিশ্বাস (৭২) দুর্গাপূজা উপলক্ষে বাড়ির একটি পোষা ছাগল স্থানীয় বাঁশগ্রাম বাজারে বিক্রি করেন। রাত সাড়ে ৯টার দিকে বিজয় তার বাবার কাছে ছাগল বিক্রির টাকার অর্ধেক দাবি করেন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে শম্ভু চরণ উত্তেজিত হয়ে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে শম্ভু চরণ মারা যান। রাত আড়াইটার দিকে বাড়ির পেছনের গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় বিজয়ের লাশ উদ্ধার করা হয়। 

বাবার মৃত্যুর শোক সইতে না পেরে বিজয় আত্মহত্যা করেছেন বলে দাবি করছেন তার পরিবারের সদস্যরা।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেছেন, ছাগল বিক্রির টাকা নিয়ে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল। একপর্যায়ে বাবা স্ট্রোক করে মারা যান। পরে তার ছেলে আত্মহত্যা করেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে বাবা-ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/কাঞ্চন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়