ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টানা ৭ দিন বন্ধ কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১১:৫৭, ২৭ সেপ্টেম্বর ২০২৫
টানা ৭ দিন বন্ধ কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর

সোনাহাট স্থলবন্দর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম টানা সাতদিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

দুর্গাপূজা ও সাপ্তা‌হিক ছু‌টির কার‌ণে আজ শ‌নিবার (২৭ সে‌প্টেম্বর) থে‌কে শুক্রবার (৩ অক্টোবর) পর্যন্ত এ ছু‌টি ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম।

সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ‌্যাজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক প‌ত্রে জানা‌নো হয়, আসন্ন দুর্গোউৎসব উপলক্ষে ২৭ সে‌প্টেম্বর (শ‌নিবার) থে‌কে ২ অক্টোবর (বৃহস্প‌তিবার) পর্যন্ত সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানি সংক্রান্ত সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। ত‌বে ৩ অক্টোবর শুক্রবার ব‌ন্ধের দিন হওয়ায় আগামী ৪ অক্টোবর শনিবার হতে যথারীতি পূর্বের ন্যায় সকল কার্যক্রম চালু হবে।

ঢাকা/বাদশাহ/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়