ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম থেকে পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ২৭ সেপ্টেম্বর ২০২৫  
চট্টগ্রাম থেকে পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ

চট্টগ্রামের পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিক এলাকার একটি বাসা থেকে পাঁচলাইশ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহর বিরুদ্ধে ছাত্র-জনতার উপর হামলার একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহও আত্মগোপনে চলে যান। 

শুক্রবার রাতে পাঁচলাইশ থানা পুলিশ নগরীর সুগন্ধা থেকে অবশেষে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া দিন আছে বলে জানান পাঁচলাইশ থানার ওসি।

ঢাকা/রেজাউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়