শেভরনের পাইপলাইনে অগ্নিকাণ্ড: দগ্ধ বাবা-ছেলের মৃত্যু
মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বশির মিয়া ও রেজোয়ান মিয়া। ফাইল ফটো
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন বাংলাদেশের কনডেনসেট (অপরিশোধিত তেল) পাইপলাইনের অগ্নিকাণ্ডে দগ্ধ বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে বশির মিয়া (৫৪) এবং গত রাত ৩টার দিকে তার ছেলে রেজোয়ান মিয়া (২১) রাজধানীর জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় দগ্ধ বশির মিয়ার স্ত্রী ফারজানা আক্তার পারভীনের অবস্থায়ও আশঙ্কাজনক। মৃত বাবা-ছেলে উপজেলার ভুনভীর ইউনিয়নের শাসন ইলামপাড়ার বাসিন্দা ছিলেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ভুনভীর ইউনিয়নের শাসন ইলাম পাড়ায় শেভরনের কনডেনসেট পাইপলাইনে দুর্বৃত্তদের অবৈধ ছিদ্রের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিন জন দগ্ধ হন।
ঢাকা/আজিজ/রাজীব