ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ককে অব্যাহিত

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০০, ২৭ সেপ্টেম্বর ২০২৫  
রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ককে অব্যাহিত

আনিছুর রহমান।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানের ছেলে সোহেল আনিসের দৈনিক সমকালের রাজারহাট উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদকে হত্যার হুমকি এবং আহ্বায়কের নানা অনিয়ম ও দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে পদ থেকে অব্যাহিত দেওয়া হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসেনাইন কায়কোবাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে অব্যাহতি দেওয়ার তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

এতে বলা হয়, ‘‘দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও অব্যাহত সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে আনিছুর রহমানকে আহ্বায়কের দায়িত্ব অব্যাহতি দেওয়া হলো।’’

কুড়িগ্রাম জেলা বিএনপি আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফাও অব্যাহিত দেওয়ার তথ্য জানিয়েছেন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর রাতে  রাজারহাট  বাজারে সাংবাদিক আসাদকে সোহেল আনিস তার বাবার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ না উঠালে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে জেলা বিএনপি তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করে। আনিছুর রহমানের বিরুদ্ধে দলীয় প্রভাব খাটানো, বিভিন্নজনকে হুমকি দেওয়া ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের নানা অভিযোগের বিষয়ে তথ্যপ্রমাণ পায় তদন্ত কমিটি। 

ঢাকা/সৈকত/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়