ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে মারধর করে দুটি গরু নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ২৭ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:১৬, ২৭ সেপ্টেম্বর ২০২৫
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে মারধর করে দুটি গরু নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে দুই বাংলাদেশিকে মারধর এবং দুটি গরু নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধবলসতী মৌজার রহমতপুর বাঁশবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, ৮৩০ নম্বর মেইন পিলারের এস-৫ সাব-পিলারের কাছে রাশেদুল ইসলাম (৩০) ও জয়নাল হোসেন (২৫) নামের দুই ব্যবসায়ী বাঁশ কাটছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা অতর্কিতভাবে তাদের ঘিরে ধরে এবং মারপিট করে। পরে গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে বিএসএফ সদস্যদের প্রতিরোধের চেষ্টা করলে তারা বন্দুক উঁচিয়ে এলাকা ছেড়ে চলে যায়। তবে, যাওয়ার সময় কৃষক জবেদ আলী ও শাহাবুদ্দিনের দুটি গরু ধরে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে ৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, ‘‘বিএসএফ দুটি গরু নিয়ে গেছে। গরু দুটি ফেরত আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’’

ঢাকা/শিপন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়