সিলেটে বাসদের ২ নেতা গ্রেপ্তার
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
যানবাহন ভাঙচুরের মামলায় বাসদ দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেটে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ মিছিল থেকে যানবাহন ভাঙচুরের ঘটনায় দায়ের করা দুটি মামলায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় তাদের সিলেট শহরের আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে আটক করা হয়। পরে তাদের সিলেট কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন, বাসদ সিলেটের আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পালক।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দেওয়ার দাবিতে সমাবেশে ছিলেন এই দুই নেতা। এর ধরে জের ধরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
বাসদ নেতা নাজিকুল ইসলাম রানা বলেন, ‘‘ভূয়া মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। যেদিনের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। সেদিন কমরেড আবু জাফর ঢাকায় একটি কনফারেন্সে অংশ নিচ্ছিলেন। সেই কনফারেন্সে সরকারের দুই উপদেষ্টাও উপস্থিত ছিলেন।’’
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম বলেন, ‘‘গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শ্রমিক নামদারী কিছু অবৈধ অটোচালকদের নিয়ে সিলেট নগরীকে অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।’’
ঢাকা/নুর/বকুল