নেত্রকোণায় বিল থেকে লাশ উদ্ধার
নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা (পূর্বপাড়া) বিলের ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয়দের খবরের ভিত্তিতে এ লাশ উদ্ধার করা হয়।
গন্ডা ইউনিয়ন যুবদল নেতা শামীম গত ২ জুলাই রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের পাহাড়পুর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। লাশটি পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সঠিক পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষাসহ অন্যান্য প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।
ঢাকা/ইবাদ/বকুল