টাঙ্গাইলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিহত ফরহাদ হোসেন।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কাঠ ব্যবসায়ী ফরহাদ হোসেনকে (৩২) কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া এলাকায় তাকে হত্যা করা হয়।
নিহত ফরহাদ হোসেন বাঁশতৈল ইউনিয়নের কাহার্তা মধ্যপাড়া এলাকার বানিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ফরহাদ ওই এলাকার চায়ের দোকানে বসে ছিলেন। পেছন থেকে সোনালিয়া আবুল মার্কেট এলাকার ইউসুফ মিয়ার ছেলে মতিয়ার রহমান ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাথারি কোপাতে থাকে। ফরহাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মতিয়ার পালিয়ে যায়।
স্থানীয়রা ফরহাদকে উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতালের উপপরিচালক অনিশেষ ভৌমিক জানিয়েছেন। তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, লাশ মর্গে রয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ঢাকা/কাওছার/বকুল