ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদপুরে এনসিপির নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ২৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৯:০৩, ২৮ সেপ্টেম্বর ২০২৫
চাঁদপুরে এনসিপির নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

বিক্ষুব্ধ হয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ করেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বিএনপি ও জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শাহরাস্তি পৌর শহরের কালিয়াপাড়া বাজার থেকে মিছিলটি শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ হয়।

মিছিলে বিএনপি’র স্থানীয় সমর্থক, কর্মী ও ক্ষুব্ধ জনতা অংশ নেন। এসময় বিএনপি নেতাকর্মীরা এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার কুশপুত্তলিকা দাহ করেন।

বিক্ষোভকারীরা বলেন, আগামী দিনে শাহরাস্তির মাটিতে নাসীরুদ্দীন পাটোয়ারীকে সর্বাত্মক প্রতিরোধ করা হবে। এই নাসিরের ঠিকানা শাহরাস্তিতে হবে না। আজকের বিক্ষোভ সমাবেশ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

যুবদল নেতা মাসুদ কবির অভিযোগ করে বলেন, “সম্প্রতি নাসির উদ্দিন পাটোয়ারী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন। একজন জাতীয় দলের শীর্ষ নেতাদের নিয়ে এ ধরনের অবমাননাকর মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”

ছাত্রনেতা মহিন উদ্দিন জিয়া বলেন, “ছাত্র আন্দোলনের মাধ্যমে নেতা বনে যাওয়া নাসির বর্তমান সময়ে রাজনৈতিক ভবিষ্যৎ গড়তে গিয়ে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন। এটা কোনোভাবেই কাম্য নয়।”

শ্রমিক নেতা মানিক হোসেন বলেন, “জাতীয় ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি বিএনপি’র নেতৃবৃন্দকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করে নিজেকে অপমানের কাতারে শামিল করেছেন।”

যুবনেতা মহিউদ্দিন বাহারের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন- ছাত্র নেতা ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান কিরন প্রমুখ।

ঢাকা/অমরেশ/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়