ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে নাট্যকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৮, ২৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১০:০১, ২৮ সেপ্টেম্বর ২০২৫
শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে নাট্যকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে নাটকের শুটিংয়ের প্রলোভন দেখিয়ে রিসোর্টে নিয়ে এক নারী নাট্যকর্মীকে (২৪) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন। 

গত ২১ সেপ্টেম্বর রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের রাশ রিসোর্টে ঘটনাটি ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়। এই মামলায় নাছির (৩৫) ও বাবর (৩২) নামে দুইজনের নাম উল্লেখ করা হয়েছে। একজনকে অজ্ঞাত (৬০) আসামি করা হয়।

আরো পড়ুন:

গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাশ রিসোর্টে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় রিসোর্টের কাগজপত্রে অনিয়ম পাওয়া গেলে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরে পুলিশ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজন নারী ও ১৬ জন পুরুষকে আটক করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী মডেল হিসেবে কাজ করেন। নাছির নিজেকে নাটকের পরিচালক এবং বাবরকে সহকারী দাবি করে ওই নারীকে ঢাকার মিরপুর থেকে নাটকের শুটিংয়ের কথা বলে ২১ সেপ্টেম্বর রাতে শ্রীপুরের ওই রিসোর্টে নিয়ে যান। গভীর রাতে রিসোর্টের একটি কক্ষে আটকে রেখে আসামিরা তাকে পালাক্রমে ধর্ষণ করেন। পরদিন বিকেলে মারধর করার পর রিসোর্ট থেকে বের করে দেওয়া হয় তাকে। এসময় ভুক্তভোগীর আইফোন ছিনিয়ে নেওয়া হয়, যার দাম প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ আছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “মামলার তিন আসামি এখনো গ্রেপ্তার হয়নি। ঘটনার পরপরই থানায় মামলা হয়েছে। তদন্তে গিয়ে বিয়ারসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজন নারী ও ১৬ জন পুরুষকে আটক করা হয়েছে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম জানান, রিসোর্টে অনিয়মের কারণে মোবাইল কোর্টের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকা/রফিক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়