ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানিকগঞ্জে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ২৮ সেপ্টেম্বর ২০২৫  
মানিকগঞ্জে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর

ভাঙচুরের শিকার কালী মূর্তি

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি কালীমন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

দুষ্কৃতকারীরা উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ভবানীপুর বিশ্বাসপাড়া গ্রামের মন্দিরে প্রবেশ করে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় দুটি মূর্তির হাত ও মাথা ভেঙে ফেলে। বিষয়টি নজরে আসে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে।

শিবালয় থানার পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভবানীপুর বিশ্বাসপাড়া গ্রামে কালীমন্দিরের দুটি প্রতিমার মাথা ও হাত ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। এরপর তারা বিষয়টি মন্দির পরিচালনা কমিটিকে জানান।

মন্দির কমিটির সভাপতি রঞ্জন বিশ্বাস বলেন, “খবর পেয়ে মন্দিরে গিয়ে দেখি, দুটি প্রতিমার হাত ও মাথা ভাঙা অবস্থায় পড়ে আছে। মন্দিরটি নির্জন স্থানে থাকায় অরক্ষিত ছিল। সেই সুযোগে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে।” 

তিনি আরো বলেন, ‘‘আমাদের গ্রামে হিন্দু-মুসলমান সবাই মিলেমিশে বসবাস করি, কোনো সাম্প্রদায়িক বিভেদ নেই। তবে দুর্গাপূজার আগে এমন ঘটনা ঘটিয়ে এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করা হতে পারে বলে আমরা আশঙ্কা করছি।’’

খবর পেয়ে পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন এবং র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

ঢাকা/চন্দন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়