ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ২৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১১:০১, ২৮ সেপ্টেম্বর ২০২৫
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন

‘এ’ গ্রুপের নির্বাচনে বিজয়ী প্রার্থীরা

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে ‘দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’-এর নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে নতুনদের জয়জয়কার আর পুরাতনদের ভরাডুবি হয়েছে। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ভোট গণনার ফলাফলে ‘এ’ গ্রুপের নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন, মো. ফুয়াদ রেজা ফাহিম (ব্যালট ক্রমিক-১৪) প্রাপ্ত ভোট ১২৬৪, মো. আখতারুজ্জামান ওরফে কাজল মজমাদার (ব্যালট ক্রমিক-২১) প্রাপ্ত ভোট ১২৩০, হাজী মো. মেজবার রহমান (ব্যালট ক্রমিক-১৯) প্রাপ্ত ভোট ১০৩৯, মো. মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ (ব্যালট ক্রমিক-০২) প্রাপ্ত ভোট ৯৬৬; 

মো. জিহাদুজ্জামান (ব্যালট ক্রমিক-০৮) প্রাপ্ত ভোট ৯৫৮, ইঞ্জিঃ মো. শাহাবুদ্দীন (ব্যালট ক্রমিক-০৬) প্রাপ্ত ভোট ৯১২, হাজী মো. রবিউর রহমান (ব্যালট ক্রমিক-০৫) প্রাপ্ত ভোট ৯০১, প্রকৌশলী সাইফুল আলম মারুফ (ব্যালট ক্রমিক-১৭) প্রাপ্ত ভোট ৮৯২; 

উত্তম সাহা (ব্যালট ক্রমিক-১০) প্রাপ্ত ভোট ৮৮২, এস এম আলমগীর আলম (ব্যালট ক্রমিক-১৩) প্রাপ্ত ভোট ৮৭৪, ইমরান হোসাইন (ব্যালট ক্রমিক-২০) প্রাপ্ত ভোট ৮৭৩ ও মো. হামিদুর রহমান (ব্যালট ক্রমিক-১৫) প্রাপ্ত ভোট ৮৬৫। 

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মীর ছানোয়ার হোসেন বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্ঠা ও সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে কুষ্টিয়া চেম্বার ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চেম্বারের ‘এ’ গ্রুপের ১৮৯৯ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ১৫১৪ জন। ৩৮৫ জন ভোট দেওয়া থেকে বিরত থাকেন। ১২ অধিক ভোট প্রদানের কারণে বাজেয়াপ্ত হয়েছে ৩১টি ভোট। ১২টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মীর ছানোয়ার হোসেন।

ঢাকা/কাঞ্চন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়