ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সিএনজি চালকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ২৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৪:৩৬, ২৮ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সিএনজি চালকদের বিক্ষোভ

সিএনজি চালিত অটোরিকশার চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন

পুলিশের অহেতুক মামলা দায়েরসহ নানান হয়রানির অভিযোগ এনে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সিএনজি চালিত অটোরিকশার চালকরা। এরপর থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৌনে বারোটার দিকে সিএনজি চালিত অটোরিকশার চালকরা এটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে মহাসড়ক অবরোধ করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে বেশ কয়েকজন চালক মহাসড়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করে। পরে তাদের সঙ্গে অন্য অনেক চালক যোগ দেন এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও তারা এখনো মহাসড়ক ছেড়ে যায়নি। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তারা একাধিক দাবিতে এ অবরোধ করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, “সিএনজি চালিত অটোরিকশার চালকরা মহাসড়ক অবরোধ করেছে। আমরা তাদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।”

ঢাকা/রেজাউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়