ভালুকায় আগুনে ১৮ ঘর পুড়ে ছাই, নিহত ১
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহের ভালুকায় আগুন লেগে ১৮টি ঘর পুড়ে গেছে। এ সময় ঘরের মালামাল বের করতে গিয়ে দগ্ধ হয়ে মারা গেছেন রফিকউল্লাহ রহমান নামে এক কারখানা শ্রমিক।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার জামিরদিয়া গ্রামের কলাবাগান এলাকার তোফাজ্জলের বাসায় আগুন লাগে। এই বাড়িতে বিভিন্ন কারখানার শ্রমিকরা ঘর ভাড়া নিয়ে থাকেন।
মারা যাওয়া রফিকউল্লাহ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বুটিয়াপাড়া গ্রামের সুরুজ্জামানের ছেলে। তিনি ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, “আজ সকাল ৯টার দিকে একটি গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”
তিনি বলেন, “ঘর থেকে মালামাল বের করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই রফিকউল্লাহ নামে একজন মারা যান। তার মরদেহ উদ্ধার করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
ঢাকা/মিলন/মাসুদ