দিনাজপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
দিনাজপুরের বিরল উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- উপজেলার বিজোড়া ইউনিয়নের মুরাদপুর সাতভায়াপাড়া গ্রামের লিটন ইসলামের মেয়ে ইসরাত জাহান রাফা (১৩) ও একই গ্রামের মো. আফজাল হোসেনের মেয়ে মিম আকতার (১২) এবং ফরক্কাবাদ ইউনিয়নের দহগ্রামের বাবু ইসলামের ছেলে সামিউল ইসলাম (২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, দুপুরে ইসরাত জাহান রাফা ও মিম আকতার বাড়ির পাশের পুকুরে গোসলে নেমে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে দিনাজপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, শিশু সামিউল ইসলাম সকালে বাড়ির পাশে পুনর্ভবা নদীর ধারে খেলা করার সময় নদীতে পড়ে পানিতে ডুবে মারা যায়।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’’
ঢাকা/মোসলেম/রাজীব