ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠা রিসোর্টে অভিযান, গ্রেপ্তার ১৮

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৪, ২৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২৩:০৪, ২৮ সেপ্টেম্বর ২০২৫
অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠা রিসোর্টে অভিযান, গ্রেপ্তার ১৮

গাজীপুরের শ্রীপুর উপজেলায় তরুণী মডেল অভিনেত্রীকে যে রিসোর্টে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে, সেখানে পুলিশ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলা সহকারী কমিশনার সাইদুল ইসলামের (ভূমি) নেতৃত্বে রিসোর্টে অভিযান চালান হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

ওসি আব্দুল বারিক জানান, গত ২১ সেপ্টেম্বর উপজেলার তেলিহাটি ইউনিয়নের রাস রিসোর্টে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর থেকে রিসোর্টটির ওপর গোয়েন্দা নজর রাখা হয়। অভিযানের সময় অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় দুটি কক্ষ থেকে দুই তরুণীকে আটক করা হয়। তবে অভিযুক্ত পুরুষেরা পালিয়ে যায়।

তিনি আরো জানান, কর্মকর্তা-কর্মচারীসহ ১৮ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে চারজনের বিরুদ্ধে মানবপাচার দমন আইনে মামলা হয়েছে। আর বাকি ১৪ জনকে সন্দেহভাজন হিসেবে আদালতে সোপর্দ করা হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।

মামলার আসামি করা হয়েছে, রিসোর্টকর্মী মিরাজ শিকদার (২৩), খায়রুল (২৩), মোছা. দিতি (১৯) ও হাজেরা খাতুনকে (২৫)।

২১ সেপ্টেম্বর রাস রিসোর্টে শুটিংয়ের কথা বলে এক অভিনেত্রীকে ডেকে নিয়ে পরিচালকসহ তিন তাকে ধর্ষণ করেছেন বলে ওই অভিনেত্রী থানায় অভিযোগ করেছেন। 
 

ঢাকা/রফিক/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়