ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১ অক্টোবর খুলছে না পর্যটনকেন্দ্র কেওক্রাডং

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২২:৫৮, ২৮ সেপ্টেম্বর ২০২৫
১ অক্টোবর খুলছে না পর্যটনকেন্দ্র কেওক্রাডং

পার্বত্য জেলা বান্দরবানের অন্যতম দর্শনীয় স্থান কেওক্রাডং ১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য খোলার কথা থাকলেও তা আপাতত হচ্ছে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সেখানে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকবে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মুঠোফোনে রাইজিংবিডি বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, ‘‘আমাদের আরো পর্যবেক্ষণ করা দরকার। খুলে দেওয়ার বিষয়ে বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করতে হয়। বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স এখনো হাতে পাইনি।

তিনি আরো বলেন, ‘‘সবকিছু পজিটিভ হলে আমরা গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে জানিয়ে দিব। এটা ১ তারিখ হতে পারে বা তার আশেপাশে যেকোনো দিন হতে পারে।’’

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে (২৭ সেপ্টেম্বর) মেঘলা পর্যটন কেন্দ্রে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেছিলেন, ১ অক্টোবর থেকে কেওক্রাডং খুলে দেওয়া হবে। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আপাতত তা স্থগিত করা হয়েছে।

ঢাকা/চাইমং/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়