ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মরদেহ সৎকার করতে যাওয়ার পথে নৌকাডুবি, আরো ২ জনের লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ২৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২৩:০৩, ২৮ সেপ্টেম্বর ২০২৫
মরদেহ সৎকার করতে যাওয়ার পথে নৌকাডুবি, আরো ২ জনের লাশ উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে মরদেহ সৎকার করতে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে পবা উপজেলার হরিপুর বেড়পাড়া গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে হরেন সাহা (৬৫) নামে একজনের লাশ ভাসতে দেখা যায়। পরে তা উদ্ধার করা হয়। বিকালে গোদাগাড়ী উপজেলার খারিজাগাতি সংলগ্ন নদী থেকে দিলীপ (৩২) নামে আরেকজনের লাশ পাওয়া যায়।

দিলীপের বাড়ি গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামে। আর হরেন সাহার বাড়ি ডুমুরিয়া গ্রামে। এর আগে, গতকাল সকালে জিতেন মণ্ডল (৬০) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছিল। জিতেন মণ্ডল কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় তিনজনের মৃত্যু হলো।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার প্রেমতলী এলাকার পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান বলেন, ‘‘শনিবার সকালে প্রায় ২০-২৫ জন ব্যক্তি একটি মরদেহ সৎকারের জন্য নৌকাযোগে পদ্মা নদী পার হচ্ছিলেন। নদীর তীব্র স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ হন। পরে জিতেন মণ্ডলকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিবার সকালে স্থানীয়দের প্রচেষ্টায় বেড়পাড়া এলাকা থেকে হরেন সাহার মরদেহ এবং বিকেলে খারিজাগাতি থেকে দীলিপের মরদেহ উদ্ধার করা হয়।’’

ঢাকা/কেয়া/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়