ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভাঙ্গুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, চলছে উদ্ধার কাজ 

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ২৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৯:৪৮, ২৯ সেপ্টেম্বর ২০২৫
ভাঙ্গুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, চলছে উদ্ধার কাজ 

লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন

‎পাবনার ভাঙ্গুড়ায় ঢাকা থেকে পঞ্চগড়গামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার সাড়ে তিন ঘণ্টা পর সকাল ৭টার দিকে বগিগুলো উদ্ধারে কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিল।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কেউ আহত হননি। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ট্রেনটি উদ্ধারে কাজ চলছিল।

আরো পড়ুন:

‎যাত্রীরা জানান, রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়ের দিকে রওনা দেয় ট্রেনটি। ভোর ৪টার দিকে ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন। এরপর ভাঙ্গুড়া থানা পুলিশ  ঘটনাস্থলে এসে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে। ঘটনার সাড়ে তিন ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধারকাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। 

‎প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, “ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে। কোন হাতায়াতের ঘটনা দেখা যায়নি। ট্রেনে পূজার ছুটিতে বাড়ির উদ্দেশ্যে যাওয়া অসংখ্য যাত্রী রয়েছেন।” 

ভাঙ্গুড়া বড়ালব্রীজ রেলস্টেশনের বুকিং সহকারী শফিউল ইসলাম বলেন, “শুনেছি ট্রেন লাইনচ্যুত হয়েছে। বিস্তারিত জানি না।” এত বড় ঘটনা তিনি জানেন না কেন জানতে চাইলে তিনি বলেন, “এটা আমাদের দপ্তরের বিষয় নয়।”

‎ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ভোর ৪টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। সাড়ে চার ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ আছে। পুলিশ যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।”

পাকশী পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় প্রকৌশলী-২ নাজিম কায়সার জানান, “উদ্ধার কাজ শুরু হয়েছে। কতক্ষণের মধ্যে উদ্ধারকাজ শেষ হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা দ্রুত কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।” 

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়