ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে সাড়ে ২০ ঘণ্টা পর গ্যাস সরবরাহ স্বাভাবিক

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ২৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১০:০৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫
টাঙ্গাইলে সাড়ে ২০ ঘণ্টা পর গ্যাস সরবরাহ স্বাভাবিক

টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাস সঞ্চালনের লাইনের মূল পাইপ গতকাল রবিবার সকালে ফেটে যায়

টাঙ্গাইল সদর উপজেলার শিবপুরে ফেটে যাওয়া গ্যাসের পাইপ লাইন মেরামত সম্পন্ন হয়েছে। ফলে সাড়ে ২০ ঘণ্টা পর টাঙ্গাইলে গ্যাস সঞ্চালন স্বাভাবিক হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয় বলে জানান গাজীপুরের চন্দ্রা তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী আব্দুল আলিম। 

গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তিতাস গ্যাস লাইন ফেটে গ্যাস সরবরাহ বন্ধ হয়। বিশেষ করে টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলার প্রায় ১৪ হাজার গ্রাহক গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন।

এছাড়াও, গ্যাস পাইপের ওপরে পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহক রবিবার দিনভর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। পরে রাত ৮টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। 

গাজীপুরের চন্দ্রা তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী আব্দুল আলিম জানান, সারা রাত তাদের টিম কাজ করেছে। রাত ৩টার দিকে পাইপ মেরামতের কাজ শেষ হয়। ভোর ৫টায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। 

ঢাকা/কাওছার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়