ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর নেই

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৮, ২৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১০:২৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর নেই

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন

সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শ) মো. ফারুখ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

আরো পড়ুন: সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদীতে সংঘটিত হত্যা, হামলা ও ভাঙচুরের মামলায় গত বছরের ২৫ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হন নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। র‌্যাব তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন। অসুস্থতার কারণে গত শনিবার রাতে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই তিনি আজ সকালে মারা যান।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো নরসিংদী-৪ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে প্রথমবার শিল্পমন্ত্রীর দায়িত্ব পান এবং ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো একই মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।

ঢাকা/হৃদয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়