ভাঙ্গায় আধিপত্য লড়াইয়ে নিহত বৃদ্ধ, আহত ২০
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে জাংকো মাতুব্বর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে সংঘর্ষ হয় দুই পক্ষের। পরে তারা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেও সংঘর্ষে জড়ান তারা।
স্থানীয়রা জানান, এলাকায় নিজেদের প্রভাব ও ক্ষমতা ধরে রাখার দ্বন্দ্ব থেকেই সংঘর্ষের সূত্রপাত। স্থানীয় দুই গোষ্ঠীর সমর্থকরা লাঠি, ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে গতকাল রাতে সংঘর্ষে জড়ান। পরে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম বলেন, “হাসপাতালের সামনেও দুই পক্ষের দফায় দফায় মারামারির ঘটনা ঘটে। একজন নিহত হয়েছেন। ১০ জন আহত অবস্থায় হাসপাতালে আসেন। আশংকাজনক অবস্থায় দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, “খবর পেয়ে হাসপাতালে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। প্রাথমিকভাবে জানতে পেরেছি, আধিপত্য নিয়ে দুইপক্ষের সংঘর্ষ একজন নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/তামিম/মাসুদ