ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডেঙ্গুতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসা না পাওয়ার অভিযোগ

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ২৯ সেপ্টেম্বর ২০২৫  
ডেঙ্গুতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসা না পাওয়ার অভিযোগ

জাকারিয়ার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তার বাবা জাহাঙ্গীর আলম

পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. জাকারিয়া (২২) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তি করানো হলেও চিকিৎসা পায়নি জাকারিয়া। এমনকি তার মরদেহ বহনের জন্য হাসপাতাল থেকে ট্রলি পর্যন্ত দেওয়া হয়নি।

আরো পড়ুন:

মরদেহ বহনের জন্য ট্রলি না দেওয়ার ঘটনায় নার্স মোসা. মাহমুদা ও মোসা. রুজিনাকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) দেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের তত্ত্ববধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা।

মারা যাওয়া জাকারিয়া পটুয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর আলমের ছেলে। 

পরিবার জানায়, ডেঙ্গু আক্রন্ত হওয়ায় জাকারিয়াকে গত ২৭ সেপ্টেম্বর সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

জাকারিয়ার বাবা জাহাঙ্গীর আলম বলেন, “হাসপাতালে ভর্তি করার পর কোনো চিকিৎসা দেওয়া হয়নি আমার ছেলেকে। ভালো ডাক্তার পর্যন্ত পাইনি। নার্সদের কাছে বারবার অনুরোধ করলেও তারা কোনো সাড়া দেয়নি। আমার ছেলে বিনা চিকিৎসায় মারা গেছে। মৃত্যুর পর শেষবারের মতো লাশ বহনের ট্রলি চেয়েছিলাম, সেটিও হাসপাতাল থেকে দেয়নি।” 

জাকারিয়ার মা হোসনেয়ারা বেগম বলেন, “মারা যাওয়ার কিছুক্ষণ আগে, আমার ছেলে বারান্দার বেড থেকে বলছিল, আমারে নিচে নামাইয়া দাও। কিছুক্ষণের মধ্যেই সে আমাদের ছেড়ে চলে গেল।”

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের নার্সরা কথা বলতে রাজি হননি।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্ববধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, ‍“গতকাল রাতে হাসপাতালের নার্স মোসা. মাহমুদা ও মোসা. রুজিনাসহ যে ওয়ার্ডবয় দায়িত্বে ছিলেন তাদের শোকজ করা হয়েছে। মৃত রোগীর লাশ বহনের জন্য কেন ট্রলি দেওয়া হয়নি তার কারণ ব্যাখা করতে বলা হয়েছে তাদের। চিকিৎসা না দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

ঢাকা/ইমরান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়