ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়ক দুর্ঘটনায় হতাহত

পাবনায় ১৬ পরিবার পেল ৬৮ লাখ টাকা অনুদান 

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ২৯ সেপ্টেম্বর ২০২৫  
পাবনায় ১৬ পরিবার পেল ৬৮ লাখ টাকা অনুদান 

পাবনায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারগুলোকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে ১৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ৬৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম, বিআরটিএর পাবনা সার্কেলের সহকারী পরিচালক আলতাফ হোসেন, মোটরযান পরিদর্শক এস এম ফরিদুর রহিমসহ জেলা প্রশাসন ও বিআরটিএর কর্মকর্তারা। 

সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহতদেরকে ১ লাখ টাকা করে দেওয়া হয়।

ঢাকা/শাহীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়